নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শনিবার রাত থেকে বিজিবি সদস্যরা আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কেন্দ্র ও আশপাশের এলাকার শান্তিশৃঙ্খলার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করবে বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।
বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশনস) লে. কর্নেল ফয়জুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘নারায়ণগঞ্জে মোট ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যারা শনিবার রাত থেকে কাজ শুরু করেছে।’
আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ আলাদাভাবে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। সবগুলো কেন্দ্রকে বিশেষ বিবেচনায় রেখে গুরুত্ব দেওয়া হচ্ছে। ১৯২টি ভোট কেন্দ্রের প্রতিটিতে একজন এসআই এর নেতৃত্বে আছে ৫ জন করে পুলিশ সদস্য।
এছাড়া ৮ জন পুরুষ ও ৪ জন নারী আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছে। আর স্টাইকিং ফোর্স হিসেবে পুলিশের ২৭টি ইউনিট কাজ করছে। মোবাইল টিম ৬৪টি মাঠে রয়েছে। প্রতিটি টিমে ৫ জন বিজিবি সদস্য, র্যাবের স্ট্রাইকিং ফোর্স, চেকপোস্টও বসানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।