নড়াইলের লোহাগড়া থানায় এক সঙ্গে ১৩৫ জন আসামি আত্মসমার্পন করেছে।

রোববার দুপুরে লোহাগড়ার দুটি গ্রামের ছয়টি মামলার আসামিরা থানায় এসে আত্মসমার্পন করে।

এর মধ্যে ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামের পাঁচটি মামলা ও লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের একটি মামলার আসামি রয়েছে। চলতি এপ্রিল মাসে ওই দুই গ্রামে আধিপত্য বিস্তর নিয়ে এসব মামলা হয়।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, পুলিশ প্রশাসনের চেষ্টায় এসব আসামিকে থানায় এনে ওইসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল: ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০