নিজস্ব প্রতিবেদক | নড়াইলঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করেছে নড়াইল জেলা পুলিশ।
এ উপলক্ষে বুধবার (১৭ মার্চ) দুপুরে জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে ১০১ জন সুবিধা বঞ্চিত শিশুকে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
এছাড়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে উন্নতমানের খাবার পেয়ে সুবিধাবঞ্চিত শিশুরা অনেক খুশি হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।