রাজশাহীর বাগমারায় মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন সহ বিভিন্ন দপ্তররের প্রধান এবং জনপ্রতিনিধিগণ।

এদিকে উপজেলা আইন শৃংখলা সভায় মাদকের অবাধ ব্যবহার রোধ করতে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু আইন শৃংখলা বাহিনীর একার পক্ষে উপজেলা থেকে মাদক নির্মূল করা সম্ভব না। মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন থানার ওসি।

সেই সাথে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে মোবাইল কোর্ট, থানায় বিভিন্ন মামলা, বাল্যবিবাহ এবং জনশুমারী ২০২২ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।