বাঘারপাড়া (যশোর) থেকে আজম খানঃ যশোরের বাঘারপাড়ায় করোনার টিকা নিতে আসা শিক্ষার্থীর মধ্যে গোলযোগের ঘটনায় মামলা হয়েছে। বুধবার আহত আরিফুল ইসলামের চাচা মিরান সরদার বাদী হয়ে দশ জনের নাম উল্লেখ করে বাঘারপাড়া থানায় মামলা করেন। পুলিশ এরমধ্যে দুই জন আসামিকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে।
আসামীরা হলেন, উপজেলার ধলগ্রাম এলাকার নান্নু মোল্যার ছেলে রায়হান হোসেন ও নাহিদ হাসান, একই এলাকার সেলিম মোল্যার ছেলে ইজাজুল ইসলাম, জসিম মোল্যার ছেলে তামিম হাসান, মিজানুর রহমানের ছেলে জিসান, জামাল হোসেনের ছেলে আশিকুর রহমান, পিকুল হোসেনের ছেলে ছদু হোসেন, ইব্রাহিম হোসেনের ছেলে ছাব্বির হোসেন, হরমুজ কাজীর ছেলে মেহেদী হাসান শোভন ও বল্লামুখ এলাকার সাহাবার কাজীর ছেলে সাব্বির হাসান শুভ।
এজাহারে বাদী উল্লেখ করেছেন, গত এক মাস আগে বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনার প্রথম ডোজের টিকাদান কর্মসূচি চলছিলো। কর্মসূচিতে আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী টিকা নিতে গেলে উল্লেখিত আসামীরা তাকে উত্যক্ত করে। এ সময় বাদীর ভাইপো আরিফুল ইসলাম প্রতিবাদ করলে আসামীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) করোনার দ্বিতীয় ডোজের টিকা নিতে আসলে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে আরিফুলকে ডেকে এনে কুপিয়ে জখম করে।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দীন জানান, আসামিদের মধ্যে ইজাজুল ও তামিমকে আটক করে বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।