ভুল ক্রমে বিকাশের অন্য নম্বরে চলে যাওয়া টাকা মেহেরপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জামিরুল ইসলাম বিকাশের ভুল নম্বরে যাওয়া ২৪ হাজার ৪শ টাকা উদ্ধার করে তার মালিক মো. শাহাজান আলীর কাছে প্রদান করেছেন। শাজাহান আলী মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

মেহেরপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জানিয়েছে গত ৫ ডিসেম্বর শাজাহান আলী বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর সময় ভুলক্রমে অন্য নম্বরে সেই টাকা চলে যায়।

২৪ হাজার ৪শ টাকা পেয়ে বিকাশ নম্বরের মালিক মোবাইল ফোন বন্ধ করে রাখেন। বিষয়টি পরে মেহেরপুর পুলিশ সুপার মো. রাফিউল আলমকে জানানো হয়। পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিকাশ নম্বরটির ব্যক্তিকে সনাক্ত করে ওই টাকা ফেরত আনতে সক্ষম হন।
টাকা পেয়ে শাহাজান আলী মেহেরপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে এবং বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।