নুরুল হক, মণিরামপুর প্রতিনিধিঃ
মণিরামপুরে ‘রাইটস যশোর’-এর উদ্যোগে মানব পাচার প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা ও সাংবাদিকদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশনের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনাল ও ‘আশ্বাস’র সহযোগীতায় মঙ্গলবার সকাল ১০টায় মণিরামপুর প্রাণি সম্পদ কার্যালয়ের হলরুমে এ সংলাপের আয়োজন করা হয়। মণিরামপুর প্রেসকাবের সহসভাপতি প্রভাষক নূরুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন থানার অফিসার ইনচার্জ নূর-ই-আলম সিদ্দীকি’র প্রতিনিধি এসআই সমেন কুমার দাস। এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রোকোনুজ্জান, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার। রাইটস যশোরের সমন্বয়কারী বাদশা মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন মণিরামপুর প্রেসকাবের সদস্য সহকারী অধৗাপক বাবুল আকতার, রাইটস যশোরের প্রদীপ দত্ত, আজহারুল ইসলাম, মণিরামপুর প্রেসকাবের সাংবাদিকবৃন্দ ও থানার পুলিশ সদস্যবৃন্দ প্রমুখ।
এ সময়ে আলোচকরা বলেন, মানব পাচার একটি আর্ন্তজাতিক ব্যাধি। মানব পাচার বিরোধী বিভিন্ন কর্মশালার পাশাপাশি পাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী ও পুরুষদের টেকসই জীবন-জীবিকা নিশ্চিত করার লে কাজ করতে হবে। তাদের স্বস্ব দতা অনুয়ায়ী উদ্যোক্তা হকে আগ্রহী তাদেরকে ব্যবসা উপযোগী উদ্যোক্তা উন্নয়ন প্রশিন প্রদানসহ তাদের মেধা কাজে লাগাতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।