মণিরামপুর প্রতিনিধি: কর্মবিরতি শেষ করে নিজ নিজ থানায় ফিরতে শুরু করেছেন বিভিন্ন থানার পুলিশ। সোমবার (১২ আগষ্ট), যশোর জেলার মণিরামপুর থানার পুলিশ সদস্যগণ তাদের কর্মস্থলে ফিরেছেন। এব্যাপারে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, মণিরামপুর থানা পুলিশের যাবতীয় কার্যক্রম শুরু হয়েছে। অত্র মনিরামপুর থানার সকলকে পুলিশিং সেবা গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে। থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল জনসাধারণের সহযোগিতা কামনা করা যাচ্ছে।এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে সারা বাংলাদেশে পুলিশের উপর ব্যাপক সংহিসতা চালানো হয়। এতে অন্তত ৪২ জন পুলিশ সদস্য প্রাণ হারান। দেশের অধিকাংশ থানায় চলে ধ্বংসযজ্ঞ। যার প্রেক্ষিতে পরবর্তীতে পুলিশ সদস্যগণ বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে ১১ দফা দাবি দিয়ে কর্মবিরতি ঘোষনা করেন।
গত রবিবার (১১ আগষ্ট), মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন পুলিশের সব দাবি মেনে নেয়া হবে বলে তাদেরকে কাজে ফেরার আহ্বান জানালে, পুলিশ সদস্যগণ নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।