বায়েজিদ হোসেন: ময়মনসিংহ, গৌরীপুর উপজেলা প্রতিনিধি।

ময়মনসিংহের গৌরীপুরে ওয়ারেন্টের আসামী গ্রেফতার করতে গেলে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা করেছে জুয়াড়িরা। এই ঘটনায় পুলিশের এসআই ও এএসআইসহ ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন, এসআই শফিক আহমেদ, এসআই মো. এমদাদ, এসআই আওলাদ হোসেন, এএসআই মো. মোস্তাক, এএসআই মো. মিজান, এএসআই মো. কামরুল। বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত ১০ টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর চরভাবখালী গ্রামে এই ঘটনা ঘটে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এ বিষয়ে ভাংনামারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইজ্জত আলী গণমাধ্যমকে বলেন, গত ১০ থেকে ১২ দিন যাবত চর ভবানীপুর ও উজান কাশিয়ারচর এলাকার লোকজনের সাথে বালুর ঘাটের বালু তোলা নিয়ে সমস্যা চলে আসছে। ঘটনার দিন রাতে ভবানীপুরের লোকজন ভবানীপুরের একটি দোকানে বসে তাস খেলছিল। পুলিশ আসলে গ্রামের লোকজন চিৎকার করে হট্রগোল শুরু করে। এসময় দোকানে তাস খেলার লোকজন মনে করে উজান কাশিয়ার চর লোকজন তাদের উপর হামলা করতে আসছে। পরে তারা মাইকে ঘোষণা দিয়ে এলাকার মানুষজন নিয়ে উজার চরের মানুষ ভেবে পুলিশের উপর হামলা করে। পরে খবর পেয়ে থানার থেকে ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। এই ঘটনায় একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তবে, গ্রামবাসীদের কেউ আহত হয়নি বলেও জানান তিনি। খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, পোগন তথ্যের ভিত্তিতে জানতে পারি, যে ওয়ারেন্টভুক্ত এক আসামী চর ভবানীপুর এলাকায় বসে জুয়া খেলছেন। পরে আমার ৬ জন কর্মকর্তা তাকে গ্রেফতার করতে অভিযান চালায়। এসময় জুয়াড়িরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকার লোকজন নিয়ে পুলিশের উপর হামলা চালায়। হামলার ঘটনায় তিন এসআই ও তিন এএসআই আহত হয়। তাদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছে। বাকিরা পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তিনি আরও বলেন, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে, কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।