বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি। মজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতা। তথ্য দিন, সেবা নিন এই স্লোগানকে সামনে রেখে কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম গতিশীল ও জনসচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলকোট ইউনিয়ন বিট পুলিশিং এঁর আয়োজনে রবিবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে ওই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল কাদের বিশ্বাস এঁর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো: মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: বজলুর রহমান।

উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়ন বিট পুলিশের দায়িত্বরত উপ-পুলিশ পরিদর্শক আবুল হোসেন এঁর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মঙ্গলকোট বাজার কমিটির উপদেষ্টা আবুল হোসেন, মাগুরখালি বাজার কমিটির সভাপতি মোস্তফা কামাল লিটন, ইউপি সদস্য মোসলেম উদ্দিন সরদার, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রভাত কুমার রায়, পূজা উদযাপন পরিষদের মঙ্গলকোট ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ হালদার।

মঙ্গলকোট ইউনিয়নে সন্ত্রাসী, জঙ্গি, জুয়া, মাদক নির্মূলে জনগণকে সতর্ক বার্তা দিয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান বলেন, আপনাদের এলাকার সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, জুয়া, সুদখোর ও চোরা কারবারি, অস্ত্ররাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। সে যেই হোক-না কেন, কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

সকল অপরাধীদের আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন মাদকের জন্য যুবসমাজ নষ্ট হচ্ছে। তাই এ উপজেলায় মাদকের জিরো টলারেন্স করতে মাদক ব্যবসায়ীদের সকল তথ্য আমাকে দিবেন, এলাকার আইন-শৃংখলার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি বাড়িয়ে দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান, ইউপি সদস্য জহির রায়হান, মেহেদী হাসান, আমেনা বেগম, মমতাজ বেগম, সাংবাদিক পরেশ দেবনাথসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।