যশোর জেলা পুলিশের তত্বাবধায়নে পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ উৎযাপন ও পরিবারের সদস্যদের মাঝে সন্মাননা প্রদান করেছে যশোর জেলা পুলিশ।
সূত্রমতে,১লা মার্চ পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ উপলক্ষে সকাল ১১.০০ ঘটিকায় পুলিশ লাইন্স নবনির্মিত ড্রিল সেটে যশোর জেলা হতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী সকল পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সম্মাননা প্রদান ও আলোচনা সভার সভাপতিত্ব করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর। পরবর্তীতে দিনটি উপলক্ষে বক্তব্য রাখেন যশোর জেলা হতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারবর্গের সদস্যবৃন্দ, জনাব রেশমা শারমিন, পুলিশ সুপার, পিবিআই, যশোর মহোদয়, জনাব মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার, সিআইডি, যশোর মহোদয়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ যশোর , র্যাব-৬, যশোর প্রতিনিধি সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ। দিনটি উপলক্ষে সমাপনি বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানের সভাপতি ও যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।