রানীশংকৈল প্রশাসন ও জনপ্রতিনীধিরা জনগনকে লক-ডাউন মানার অনুরোধ জানান৷

 

মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

বিশ্ব/দেশব্যাপি সহ কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ ব্যাপকহারে বেড়ে যাওয়ার প্রতিরোধে কঠোর বিধি-নিষেধ ও লকডাউন মানার জন্য।

 

আজ মঙ্গলবার (২৯ শে জুন) সন্ধায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরশহর বন্দর চৌরাস্তা, রংপুরিয়া মার্কেট ও গোগর হাটখোলা সহ বিভিন্ন স্থানে জনগনের প্রতি অনুরোধ জানান, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, পৌর-মেয়র মোস্তাফিজুর রহমান, সহকারি ভুমি কমিশনার ও (ভারপ্রাপ্ত) ইউ এনও প্রীতম সাহা, সহকারি পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, ভাইস-চেয়ারম্যান সোহেল রানা, ওসি জাহিদ ইকবাল, তদন্ত ওসি আঃলতিফ, প্রেসক্লাব সভাপতি কুশমত আলী ও ফারুক আহাম্মদ(প্রমুখ)৷