মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার শালিখা থানার গঙ্গারামপুরে এক গাঁজা বিক্রেতাকে ছয় মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আটক লিয়াকত শেখ ওরফে রাকা(৪৫) মাগুরা সদর উপজেলার গাংনী পাটোখালী গ্রামের মৃত আবুল শেখের ছেলে।
শনিবার (২৪ এপ্রিল) সকাল ১১.৩০ ঘটিকার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গঙ্গারামপুর গ্রামের তরফদার বাড়ির সামনে থেকে ২০ গ্রাম গাঁজা সহ লিয়াকত শেখকে আটক করেছে। আটকের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের জেল দেওয়া হয়েছে।
এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃহোসেন আল মাহাবুব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আতাউর রহমান এবং এএসআই মোঃ রবিউল ইসলাম গঙ্গারামপুর এলাকা থেকে লিয়াকত শেখ নামের ঐ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটকের পর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব গোলাম মোঃ বাতেন সাহেব তাকে ৬ মাসের জেল দিয়ে আদালতে প্রেরন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।