সিআইডি ময়মনসিংহ জেলা গৌরীপুর থানার মামলা নংঃ ৩৭(০১)২০২০
ধারাঃ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/

৫০৬/১১৪/৩৪ দঃ বিঃ


ঘটনার বিবরণঃ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানা দিন পশ্চিম দাপুনিয়া গ্রামে গত ১১/০১/২০২০ তারিখ বিকাল ১৬.০০ ঘটিকার সময় ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা নিয়ে সামান্য ঝগড়াঝাঁটি হয়। এই বিরোধকে কেন্দ্র করে ঐ দিন রাত্র ১০.৩০ ঘটিকার সময় আসামি অন্তর (২৫), প্রান্তর (১৮) লাল মিয়া (৪৫) রোকেয়া (৪০), আফরোজা (১৯) সহ অজ্ঞাত নামা ৪/৫ জন বাদীর ভাতিজা হীরা (৩৫) সহ অন্যান্যদের কে বাদীর বাড়ির পিছনে রাস্তায় পেয়ে পথরোধ করে ধারালো অস্ত্র লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে। পরে ভিকটিম হীরাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয় এবং ০৯ দিন পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯/০১/২০২০ তারিখে ভিকটিম মৃত্যুবরণ করেন।সিআইডি’র ফেসবুক পেজ থেকে সংগৃহিত

উক্ত মামলার এজাহারনামীয় পলাতক আসামী প্রান্তর, রোকেয়া, লাল মিয়া এবং আফরোজাকে গোপন সংবাদের ভিত্তিতে ০৪/০৪/২০২১ তারিখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দেলপাড়া এলাকা হইতে ফতুল্লা থানার পুলিশের সহায়তায় গ্রেপ্তার করে সিআইডি ময়মনসিংহ জেলা পুলিশ।

সিআইডি’র ফেসবুক পেজ থেকে সংগৃহিত

আসামীদেরকে জেলা সিআইডি কার্যালয়ে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগণ ঘটনার সাথে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। আগামীকাল আদালতে প্রেরণ করা হবে এবং (প্রয়োজনে) রিমান্ড আবেদন করা হবে।