শেখ রাসেল,বাগেরহাট জেলা প্রতিনিধি: ‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এই স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূল, বাল্যবিয়ে বন্ধ ও যৌন হয়রানি প্রতিরোধে মোংলায় কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় মোংলা থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। মোংলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।
বক্তারা বলেন,আঠারো শতকে ইংল্যান্ডে কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরু হয়েছিল।পরবর্তিকালে বিভিন্ন দেশ এই ধারনাটি গ্রহন করে সুফল পায়। বাংলাদেশ ২০১৭ সাল থেকে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করে আসছে। মূলত দেশের আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্বে থাকেন তাদের সাথে সাধারন মানুষের মধ্যে মেলবন্ধন হিসাবে কাজ করে কমিউনিটি পুলিশ। কমিউনিটি পুলিশিং কার্যক্রম সফল হলে পুলিশের দায়িত্ব অনেক কমে যাবে এবং সমাজে শান্তি শৃংখলা অঅরো নিশ্চিত হবে বলেও জানান তিনি।
সভায় পুলিশের কাজে সহযোগিতা, বাল্যবিয়ে রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ-সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী-শিশু নির্যাতন, যৌতুক, মোবাইলের অপব্যবহার ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধি বিষয় আলোচনা করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে ১নং চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা মোঃ তারিকুল ইসলাম, ৪নং মিঠাখালি ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদার, সাবেক পৌর মেয়র আলহাজ্ব শেখ আঃ সালাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পৌর কাউন্সিলর বৃন্দ, সকল ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, গণমাধ্যম ব্যাক্তি, সুশীল সমাজের লোকজন এবং গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।