মাগুরার শালিখায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে।
২৯ অক্টোবর (শনিবার) সকাল ১০ ঘটিকায় শালিখা থানা চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে শেষ হয়। পরে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অফিসার ইনচার্জ মোঃ বিসারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শালিখা উপজেলা চেয়ারম্যান এ্যাড.মোঃ কামাল হোসেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর মাস্টার, সোনালী ব্যাংক শালিখা শাখার ব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা,চেয়ারম্যান বিমলেন্দু ,বক্তিয়ার উদ্দিন লস্কর,আব্দুল হালিম মোল্লা, হুসাইন সিকদার, প্রেসক্লাব শালেখার সভাপতি মোঃ বাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী,সাংবাদিক মাসুম বিল্লাহ প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর সদস্য বৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, মাগুরা জেলার ৪টি উপজেলায়ই কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।