রনি হোসেন, কেশবপুর: কেশবপুরে ‘‘দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিবাদ্যকে সামনে রেখে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে ২৫ সেপ্টেম্বর দুপুরে থানা প্রাঙ্গনে উপজেলার সর্বস্তরের জনগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীদের সভাপতিত্বে ও যশোর জেলার সিনিয়র সহকারি পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার),পিপিএম।
অনুষ্ঠানে পুলিশ সুপার বক্তব্যের শুরুতেই এলাকার সর্বসাধারণকে কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় কিনা, আইন-শৃঙ্খলা বিষয়ে কারো কোন অভিযোগ আছে কিনা, কাউকে অযথা পুলিশ হয়রানি করে কিনা, মাদক, চাঁদাবাজ, দুষ্কৃতকারীদের উৎপাত আছে কিনা ও এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে উপস্থিত সর্বসাধারণের সাথে মুক্ত-আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন স্তরের জনসাধারণের মতামত এবং তাদের সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার অত্যান্ত মনোযোগ সহকারে শোনেন ও দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য কেশবপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) আশেক সুজা মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেশবপুর উপজেলা সভাপতি শ্যামল সরকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম আমীর হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ টি এম বদরুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা ও পলাশ মল্লিক। 
উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইয়ার মাহমুদ, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ,  ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিসুর রহমান, সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, সুফলাকাটি ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, গৌরীঘোনা ইউনিয়নের ভরতভায়না ওয়ার্ডের ইউপি সদস্য আফজাল হোসেন, শিক্ষক আব্দুল মজিদ, গাজী গোলাম সরোয়ার প্রমুখ।