অতিরিক্ত আইজিপি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান বলেছেন, পুলিশের প্রধান দায়িত্ব ঈমান ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করা।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড পরির্দশনকালে এই কথা বলেন তিনি। তিনি আরও বলেন, শুধু ইউনিফর্ম প্রদর্শন নয়; আচার-আচরণ ও কাজের মাধ্যমে ভালো কিছু দেখাতে হবে। কর্মদক্ষতা নষ্ট করে দেয় এমন কিছু করা যাবে না। আমাদের আচার-আচরণ সেবার মান বৃদ্ধি পেয়েছে, পুলিশের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। এই ধারা সমুন্নত রাখতে হবে। সহকারী কমিশনার মো: সাদ্দামের নেতৃত্বে অনুষ্ঠিত মাস্টার প্যারেড পরিদর্শনে আরো ছিলেন অতিরিক্ত কমিশনার মো: এনামুল হক, উপ-কমিশনার মো: নজরুল হোসেন, মোকতার হোসেন, আশরাফ আলী ভূঞাসহ বিএমপির শীর্ষ কর্মকর্তাবৃন্দ।