বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি- বিরামপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ঈদের ২য় দিনেও উপজেলায় সড়ক দুর্ঘটনা রোধে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা ৫২টি মামলায় ৬১ হাজার ৮ শত ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার ও বুধবার বিকেলে পৌর শহরের ঢাকামোড়ে ২০১৮ সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, গতকাল ও আজ বিরামপুর শহরে সড়ক দূর্ঘটনা রোধে ও জননিরাপত্তা নিশ্চিতে চেকপোস্ট বসানো হয়। এসময় নিয়ম না মেনে দ্রুত গতিতে মোটর সাইকেল চালানো যুবকদের সতর্ক করা হয় ও জরিমানা আদায় করা হয়।
জানতে চাইলে, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, সড়ক দুর্ঘটনা রোধে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈদের দিন ও ঈদের ২য় দিন মোবাইল কোর্ট পরিচালনা করে ৫২টি মামলায় ৬১ হাজার ৮ শত ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অপর দিকে মাদকের মামলায় ১জন কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, শুধু শাস্তি দিয়ে সমস্যা নির্মুল করা সম্ভব নয়, দরকার সকলের সচেতনতা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।