জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গত ১৪ জানুয়ারি ২০২৫ তারিখ, উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পাঠান মো. সাইদুজ্জামানকে ভোলার মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি প্রদান করা হয়। আজ ৫ ফেব্রুয়ারি (বুধবার) পাঠান মো. সাইদুজ্জামান রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মস্থলে যোগদান করেন। রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ ফুল দিয়ে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মো. সাইদুজ্জামানকে শুভেচ্ছা জানান।
পাঠান মো. সাইদুজ্জামান ৩৪ তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। শুরুতেই তিনি মেহেরপুর জেলার সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। পরবর্তীতে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ভোলার দৌলতখান উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সর্বশেষ ২০ আগস্ট ২০২৪ ভোলার মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
পাঠান মো. সাইদুজ্জামান চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উদ্দমদী গ্রামের সন্তান। তিনি মতলব জে. বি. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০০২ সালে এসএসসি এবং চাঁদপুর সরকারি কলেজ থেকে ২০০৪ সালে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই ই আর ডিপার্টমেন্ট থেকে বিএ এবং এমএ সম্পন্ন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।