পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রোববার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পাট অধিদপ্তর রাসায়নিক সার বিতরণের আয়োজন করে।
ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন, ওসি (অপারেশন) স্বপন রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডল্টন রায়, পাট উন্নয়ন কর্মকর্তা অনুরুদ্ধ বৈদ্য ও ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী নাজমুল হোসেন।
অনুষ্ঠানে এলাকার ১শ পাট চাষীর প্রত্যেককে বিনামূল্যে ৪ কেজি ইউরিয়া, ৬ কেজি টিএসপি ও ৩ কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।