দেবাশীষ চক্রবর্তী বাবু | কলারোয়া: কলারোয়ায় অতিবৃষ্টির কবলে চাষীরা। শীত মৌসুমের আবাদ কৃত ফসলের ব্যাপক ক্ষতি। বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন শীতকালীন সবজি চাষী ও সরিষা চাষীরা। মাঠ ঘুরে দেখা গেছে কলারোয়ার জয়নগর এলাকায় সরিষা ও তরকারির জমিতে পানি জমে রয়েছে, যেটি ফসলের জন্য ক্ষতির ইঙ্গিত দিচ্ছে।
সবজির মধ্যে আলু, পটল, পিয়াজ, রসুন, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি ফসলের চরম ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিগন্তজোড়া সরিষার আবাদ হলেও এ বছর চরম ক্ষতির মুখে পড়তে পারে কৃষকেরা এমনই ধারণা করছেন কৃষকরা। তেলের বাজারমূল্য লাগামছাড়া হয়ওয়ায় কৃষকেরা প্রয়োজনের তুলনায় বেশি সরিষার আবাদ করেছেন এ বছর, চাহিদা মিটিয়ে ও বিক্রি করতে পারবেন এ আশায়।
কিন্তু আশাকে নিরাশ করে দিয়েছে বৃষ্টি। সরিষার ভালো ফলনের সম্ভাবনা থাকলেও অতিবৃষ্টিতে সরিষার জমিতে পানি জমাট বেঁধে যাওয়ায় গাছ নষ্ট হয়ে যেতে পারে, তবে এ বছর সরিষা চাষীরা চরম ক্ষতির মুখে পড়তে পারে এমনই ধারণা তাদের।
শান্তি দাস জানিয়েছেন, এবছর তিনি তিন বিঘা জমিতে সরিষা আবাদ করেছেন যা পানিতে তলিয়ে গেছে। এ বছর সরিষার ভালো ফলনের সম্ভাবনা থাকলেও বৃষ্টিতে চরম ক্ষতি করে দিয়েছে সরিষা সহ অন্যান্য ফসলের। অসময়ের অতিবৃষ্টি কৃষকের হতাশার কারণ হতে পারে বলে তিনি মনে করছেন।
শুভঙ্কর মন্ডল জানিয়েছেন তিনি তিন বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন , তিন বিঘা জমিতে চাষ, বীজ, সার দিয়ে চাষ করতে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়েছে যা অতিবৃষ্টির কারণে নষ্ট হতে বসেছে। এ বছর সরিষার ভালো ফলনের সম্ভাবনা থাকলেও বৃষ্টির কারণে নষ্ট হতে বসেছে, যেটি কোন কৃষকের কাম্য ছিল না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।