আজ ২৩ নভেম্বর ২০২১ইং কুমিল্লা কোটবাড়ি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচালিত লালমাই-ময়নামতি কর্মসূচির সুফলভোগীদের জন্য আয়োজিত ০৩ দিনব্যাপী ‘আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের সম্মানিত মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোঃ শাহজাহান। সমাপনী অধিবেশনে আরও উপস্থিত ছিলেন বার্ডের প্রশিক্ষণ বিভাগের পরিচালক মোহাম্মদ আবদুল কাদের, কোর্সের কোর্স সমন্বয়ক ও যুগ্ম পরিচালক (প্রশিক্ষণ)আফরীন খান ও কোর্স পরিচালক ও উপ-পরিচালক (গবেষণা) জোনায়েদ রহিম। উক্ত প্রশিক্ষণ কোর্সে মোট ৩০ জন সুফলভোগী অংশগ্রহণ করেন। সমাপনি অধিবেশনে সভাপতি মহোদয় উক্ত বক্তব্যে বলেন প্রশিক্ষণের লব্দ জ্ঞান কাজে লাগিয়ে নিজ নিজ অবস্থার উন্নয়ন ঘটানোর আহ্বান জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।