মোঃ জসিম উদ্দিন; খানসামা (দিনাজপুর)প্রতিনিধিঃ-

চলতি মৌসুমে দিনাজপুরের খানসামা উপজেলায় আগাম জাতের ধান চাষ করে কৃষকের মুখে হাসি ফুটেছে। এবার ধানের ফলনও ভালো হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে উপজেলার ছাতিয়ান গড় হয়ে আলোকডিহি এলাকার পথ দিয়ে যেতে চোখে পড়ে বিস্তীর্ণ আমন ক্ষেত। কোনো কোনো ক্ষেতের ধান পাকতে শুরু করেছে। ক্ষেত থেকে সেসব ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা।

পথে থামলে এসব এলাকার কয়েকজন কৃষক জানান, গত বারের চেয়ে এ বছর আগাম জাতের ধানের ফলন ভালো হয়েছে তাই এবার আমরা আশা করি দামও গতবারের চেয়ে বেশি পাব। তারা আরও জানায়,এই ধান কাটার পর জমিতে আগাম আলু চাষের সুযোগ পাচ্ছেন তাঁরা।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,খানসামা উপজেলায় চলতি মৌসুমে এবার আমনের ১৩ হাজার ৭৬৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে উফশী জাতের ধানেই ৯৫% কৃষকরাই রোপণ করেছে।

 

উপজেলার ছাতিয়ান গড় গ্রামের কৃষক শাহজালাল বলেন, তিনি ৪ বিঘা জমিতে আগুর আমন ধানের চাষ করেছিলেন। এখন জমির সেই ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন তিনি। তিনি আরও বলেন এবার ফলনের পাশাপাশি ধানের দামও ভালো হলে কৃষকরা লাভবান হবে।

একই এলাকার আরেক কৃষক আব্দুল মান্নান বলেন, তিনি দুই বিঘা জমিতে আগুর আমন ধানের চাষ করেছেন। ফলনের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, খরচ আর ধানের দাম মিলিয়ে এবার মোটামুটি লাভের আশা করছি।

ধান বিক্রি করে যে টাকা হাতে আসবে, তা আবার আলুর আবাদে খরচ করবেন।

 

সূর্বনখুলির সেফাউল জানান, আগাম ধান ও তার পরপরই আলু চাষ শুরু হওয়ায় শ্রমিক বেকার থাকে না। আর বিশেষ করে উচ্চ ফলনশীল আগাম জাতের ধান চাষে কৃষকরা লাভবান হয়।

সেজন্য কৃষকদের আগ্রহ বেড়ে চলেছে।