অয়ন সরকার|ডুমুরিয়া: খুলনা জেলার ডুমুরিয়ার পাটচাষিরা এবার ভালো লাভের আশা করছেন। আবহাওয়া অনুকূল থাকায় এবার ডুমুরিয়ায় পাটের ফলন খুব ভালো হয়েছে। আশানুরূপ দামও পাচ্ছেন চাষিরা।
জেলা কৃষি কর্মকর্তা এবং চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে পাট চাষে প্রচুর শ্রম দিয়ে এবং টাকা খরচ করেও গত কয়েক বছর চাষিদের ঘরে কিছুই থাকত না।কারণ পাটের দাম আশানুরূপ ছিল না।কিন্তু দুই বছর ধরে পাটের দাম বেড়েছে। এতে করে যারা পাটের চাষ ছেড়ে দিয়েছিল তাঁরাও এবছর পাটের চাষ করেছেন। এবার ফলন যথেষ্ট ভালো হয়েছে।
চাষিদের কাছথেকে জানতে পারি,এ বছর তাঁদের এক বিঘা জমিতে (৩০শতক) পাট চাষ করে জাগ দেওয়া পর্যন্ত খরচ হয়েছে ৭-৮হাজার টাকা। এবছর প্রতি বিঘায় তাঁরা ১২ থেকে ১৫ মণ পর্যন্ত পাট পেয়েছেন।বর্তমান বাজার মূল্য মণপ্রতি ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকা। সে হিসাবে এক বিঘা জমির পাট বিক্রি করে কমপক্ষে ২৩ হাজার টাকা পাওয়া যাবে।এবং বিঘাপ্রতি লাভ হবে ১৫ হাজার টাকার মতো।
এবছর ডুমুরিয়ার পাশাপাশি খুলনার অন্যান্য উপজেলার ৪ হাজার ৪৮ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।তবে চাষ হয়েছে ৫ হাজার ৮৬৩ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৫০ হাজার বেল(প্রতি বেল ৫ মণ)।চাষ বেশি হওয়ায় উৎপাদন আরও বাড়বে বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।