নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মরিচ ক্ষেত পাহারা দেয়ার জন্য তৈরিকৃত টং ঘর থেকে সাহেব আলী (৩৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ৷ সোমবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের বীরপলি টু পৌতা রাস্তার পাশে মরিচ ক্ষেতের টং ঘর থেকে সাহেব আলীর মরদেহ উদ্ধার করে।
মৃত সাহেব আলী বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের মৃত রবির উদ্দিনের ছেলে। সে পেশায় কৃষক ছিলেন। এছাড়াও কৃষি কাজের পাশাপাশি বীরপলি বাজারে সবজি বিক্রি করতেন।
ইউপি সদস্য আব্দুর রশিদ ও স্থানীয়রা জানান, রবিবার দিবাগত রাতে সাহেব আলী গ্রামের সকলের সাথে মসজিদে ঈদে মিলাদুন্নবীর মিলাদ মাহফিলে অংশ নেন এবং নামাজ আদায় করেন।
এছাড়াও রাত ১২ টায় তাকে বীরপলি বাজারেও দেখা গেছে। সকালে তাকে তার নিজের চাষকৃত মরিচের ক্ষেত পাহারার জন্য জমিতে তৈরিকৃত টং ঘরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এটা হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু এমন প্রশ্নের জবাবে নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খায়রুল ইসলাম বলেন, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটা হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু।
মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে, তদন্ত চলমান রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।