রাব্বী হোসাইন,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় চলতি আমন মওসুমে ব্রি ধান ৭৫ কৃষকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মওসুমে ব্রি ধান ৭৫ অনেক চাষী আবাদ করেছেন। সম্প্রতি উপজেলার যদুবাটি মৌজায় প্রদর্শনী নমুনা শস্য কর্তনে বিঘা প্রতি ২০ মন হারে ফলন হয়েছে। কৃষক ছানোয়ার হোসেন জানান তিনি ওই মাটিতে রবি শস্য চাষ করবেন। আগাম ধানে ফলন ভালো বলে তিনি খুশি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার বলেন উপজেলায় চলতি মওসুমে আগাম জাতের ব্রি ধান ৭৫ ব্রি ৬২ ব্রি ৭১ বিনা ৭ বিনা ১৭ ধানী গোল্ড সহ এক হাজার হেক্টর আগাম জাতের ধান চাষ হয়েছে। এছাড়া স্বর্ণা ৫ ব্রি ধান ৩৪ দেশীয় চিনি আতব সহ মোট ২৭হাজার ২শ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ মাত্রা অর্জিত হয়েছে। এতে মোট ধান উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লক্ষ ৬৩ হাজার ২শ মেট্রিক টন। কৃষক ছানোয়ার হোসেনের জমিতে রবিবার শস্য কর্তনে উপস্থিত ছিলেন কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মনিরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহল্লাদ কুমার কুন্ডু প্রমূখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।