জিল্লুর রহমান রাসেল, ফরিদপুরঃ-অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ফরিদপুরে বসতবাড়ির আঙিনায় পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপনের উপকরণ বিতরণ বিতরণ করা হয়েছে।
২০২১-২২ অর্থ বছরে ফরিদপুর সদরে মোট ১৯২ জন কৃষকের মাঝে এ উপকরণ বিতরন করা হচ্ছে। তারই অংশ হিসেবে ২০ এপ্রিল বুধবার বেলা ১২ টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩২ জন কৃষাণ কৃষানীর মাঝে পেয়ারা, লেবু, পেঁপে ও কদবেল গাছের চারা এবং আট ধরনের সবজী বীজ, বীজ সংরক্ষনের জন্য জার, ৪০ কেজি করে জৈব সার ও গাছে পানি দেওয়ার জন্য ঝাঁঝর বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা। এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, কোন জমিই পতিত থাকবে না সরকারের এই উদ্যোগের ফলে আজ অনেক অনাবাদি জমিই চাষ হচ্ছে। বিনামুল্যে সরকার বীজ, গাছের চারা ও সার দিচ্ছে। আপনারা যারা এ সুবিধা নিচ্ছেন তারা স্বাবলম্বী হতে পারবেন বলে আমরা মনে করি। এসব ফসল একদিকে যেমন আপনাদের পরিবারের পুষ্টি চাহিদা পুরন করবে অন্যদিকে অতিরিক্ত ফসল বিক্রি করে আপনারা অর্থনৈতিক ভাবেও স্বচ্ছল হবেন। আমরা আশা করি আপনারা যত্ন সহকারে এ বাগান করবেন। যারা যত বেশী যত্নবান হবেন তাদের বাগান ততবেশী সুন্দর হবে। আমরা আপনাদের বাগান পরিদর্শনে যাবো যাদের বাগান যত বেশী সুন্দর হবে তাদের পুরস্কৃত করা হবে। তারাই সুযোগ সুবিধা বেশী পাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।