জিল্লুর রহমান রাসেল,ফরিদপুরঃ

ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের রামখন্ড গ্রামে সুপ্রিম সীড কোম্পানির উদ্যোগে পিঁয়াজ বীজ সুলতানের মেগা মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে স্থানীয় কৃষকদের নিয়ে এই মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।

স্থানীয় পিঁয়াজ চাষী ফজলুল হক মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম সীড কোম্পানির ডেপুজি প্রোজেক্ট ডিরেক্টর কৃষিবিদ আবু সাঈদ।

অনুষ্ঠানে বিশেয অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির সেলস্ ম্যানেজার কৃষিবিদ ইমাম হাসান রুবেল, ফরিদপুর টেরিটরি ম্যানেজার আব্দুল জাবেদ প্রমুখ।

পিঁয়াজ চাষী ফজলুল হক জানান, সাধারন পিঁয়াজ বীজে এক বিঘায় যেখানে ৮০/১০০ মণ পিঁয়াজ হয় সুলতান বীজে সেখানে ১৪০ মণের বেশী পিঁয়াজের ফলন হয়। তাছাড়া এই সুলতান পিঁয়াজ এক কন্দ বিশিষ্ট হয়। কিছু জাতের পিঁয়াজ উপর থেকে এক কন্দ বিশিষ্ট মনে হলেও ভীতরে দ্বিকন্দ বিশিষ্ট হয়। এই পিঁয়াজ আকারেও বড় হয়। তাই এই পিঁয়াজের চাষ করে আমরা লাভোবান।

প্রধান অতিথি বলেন, আমরা সুলতান বীজের পাশাপাশি আরও কিছু বীজ নিয়ে কাজ করছি। একটি বীজ রয়েছে যে বীজে কাঠা প্রতি দশ মণ পিঁয়াজ ফলন হবে। শীঘ্রই আপনাদের হাতে সে বীজ আমরা তুলে দিবো। আমরা সবসময় আপনাদের সাথে থেকে আপনাদের কাজে সহায়তা করবো।