তানভীরুল আলম তোহাঃ
বাগমারায় লোকসানের বোঝা মাথায় নিয়ে রবি মওসুমের পিয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। বিগত কয়েক বছর পিয়াজ চাষ করে কৃষকরা তেমন লাভ করতে পারেনি। তবে এবার কৃষকরা সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে আশায় বুক বেঁধে ছিল । কিন্তু এবারও পিয়াজের দাম পড়ে যাওয়ায় তাদের সে আশায় গুড়েবালি হতে চলেছে। তারপর এবার লক্ষমাত্রার চেয়ে বেশি জমিতে পেয়াজ চাষ হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।
জানা গেছে, বাগমারার তাহেরপুরের পেয়াজের দেশ জুড়ে খ্যাতি রয়েছে। এই হাটের পিয়াজ বিদেশেও রপ্তানী হয়ে থাকে। মূলত তাহেরপুর হাটে পেয়াজ রপ্তানীর উদ্দেশ্যেই এলাকার কুষকরা পিয়াজ উৎপাদন করে থাকে। স্থানীয় কৃষকরা দুই মৌসুমেই পিয়াজ উৎপাদন করে থাকে। রবি মওসুমের পিয়াজকে সেচ পিয়াজ বলে। যা কার্তিক মাসে রোপন করা হয়। এছাড়া দানা বীজ ফেলে চারা গাছ করে পরে সেই চারা রোপনের মাধ্যমে যে পিয়াজ চাষ করা হয় তাকে আল পিয়াজ বলে। এই পিয়াজ সাধারত কার্তিকের শেষে আগ্রহায়ন পৌষ মাসে চাষ করা হয়। বর্তমানে এই পিয়াজ রোপনেই কৃষক এখন উঠেপড়ে লেগেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে বাগমারায় এবার ৪ হাজার ৪৫ হেক্টর জমিতে আল পেয়াজ রোপনের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। তবে অনুকুল আবহাওয়ার কারণে এবার পিয়াজ চাষ লক্ষমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে বর্তমানে সেখানে সেচ পিয়াজে বাজার ভরপুর। মানভেদে এই পিয়াজ ৮০০ থেকে ১০০০ টাকা মন দরে বিক্রি হচ্ছে। মাড়িয়ার কৃষক লুৎফর রহমান জানান, এই দরে পিয়াজ বিক্রি করে কৃষক কোনই লাভ করতে পারবে না। এতে তার খরচের টাকা তোলা মুস্কিল হয়ে পড়বে। তারপরও কৃষকদের পিয়াজ চাষ করতে হচ্ছে।
খামারগ্রামের কৃষক আব্দুল জব্বার জানান, তিনি এবার ১৫ কাঠা জমিতে আল পেয়াজ রোপন করেছেন। প্রতি কাঠায় তার বীজ, সার সেচ, কীটনাশক ও শ্রমিক মিলে তার খরচ হয়েছে প্রায় ২ হাজার টাকা। তার মতে এখানে আবহাওয়া অনুকুল থাকলে প্রতি কাঠায় ৪ মণ হারে পিয়াজ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান বাজারে পিয়াজের দর প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা। কৃষক জব্বার, রফিক সহ স্থানীয় কৃষকদের মতে, এই আল পেয়াজ উঠার সময় পিয়াজের বাজার দর বর্তমানের চেয়ে দাম বৃদ্ধি না পেলে তাদের ব্যাপক লোকসান গুনতে হবে। তবে তারা পিয়াজের বাজার দর বৃদ্ধি পাবে বলে আশা করছেন। উপজেলা কৃষি অফিসার আব্দুর রাজ্জাক জানান, বাগমারায় পিয়াজ চাষের জন্য এখানকার মাঠি ও আবহাওয়া বেশ অনুকুল থাকায় এখানে পিয়াজের বাম্পার ফলন হয়। এই পিয়াজ বেশ মানেও ভাল হওয়ায় তা দেশের বিভিন্ন জেলায় রপ্তানী হয়ে থাকে। তার মতে , আগামী দিনগুলোতে পিয়াজের দাম বাড়ার ব্যাপক সম্ভবনা রয়েছে। সে ক্ষেত্রে কৃষক পিয়াজ চাল করে লাভের মুথ দেখতে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।