হাফিজুর রহমান তালতলী (প্রতিনিধি) বরগুনা: বৃষ্টিপাতের ব্যাপক ঘাটতি নিয়েই এবার বর্ষা মৌসুম শেষ হতে চলেছে। বৃষ্টির অভাবে দক্ষিণাঞ্চলের খাদ্য ফসল আমনের উৎপাদন নিয়ে কৃষকের মধ্যে এক ধরনের আতংকের সৃষ্টি হয়েছে। সাথে বছর জুড়েই তাপমাত্রার পারদ স্বাভাবিকের উপরে
থাকায় জনস্বাস্থ্যসহ পরিবেশে বিরূপ প্রভাব পরেছে। শরতের এ সময়েও বরগুনায় তাপমাত্রার পর ৩৫ ডিগ্রী সেলসিয়াসের কাছে রয়েছে। শুক্রবার বরগুনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রী সেলসিয়াস।
ফলে আমনের জমিতে পর্যাপ্ত আদ্রতা নিয়ে কৃষকের মনে যথেষ্ট অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। এমনকি আবহাওয়া বিভাগ থেকে চলতি মাসেও স্বাভাবিকের চেয়ে কিছু কম বৃষ্টিপাতের আগাম বার্তাও দেওয়া হয়েছে।
লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব হলেও বৃষ্টির অভাবে উৎপাদন কোন পর্যায়ে পৌঁছবে ইতোমধ্যে তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে
বৃষ্টির না হবার কারনে ফসলে প্রচুর পোকার আক্রমণ কৃষকদের কিটনাশক নিয়ে মাঠেই বসে থাকতে হয় সুরুতে পাতা কুকরানো পোকা গুরি পোকা পর্দা মাজরা পোকা এখন শেষমেষ শীষ কাটা পোকার আক্রমণে দিশাহারা এলাকার কৃষিক।
সরেজমিন গিয়ে কথা হয় কৃষক আবজাল মিয়ার সাথে তিনি বলেন আমাদের প্রতি হেক্টর জমি চাষ করতে ৭হাজার বীজ রোপন করতে ১০ হাজার সার ওষুধ ২২ হাজার ধান কাটতে ১৪ হাজার ধান ছাটাই করতে ৮ হাজার তার পর জদি ফলন কম হয় আর দামও কম থাকে আমাদের ঋণী হতে হবে তার চেয়ে চাষাবাদ বাদদিয়ে দেব ।
কিটনাশক ব্যাবসাইদের সাথে কথা বলে জানতে পারলাম এবছর কৃষকদের প্রচুর খরচ হয়েছে পোকের চাপ বেশি খেতে পানি নেই এরকম চলতে থাকলে কৃষকরা কৃষি কাজ থেকে সরে জাবে এরকম কিছু দিন থাকলে হিট ব্লাস্ট রোগ লেখে শত শত হেক্টর জমির ফলন নস্ট হবার আসংখা
কৃষি অধিদপ্তরের সাথে কথা বলে জানা গেলো আগের তুলনায় এবছর তাপমাত্রা বেসি জার ফলে ফসলে রোগবালাই বেসি তবে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছে। জাতে পোকার আক্রমণ কমানো জায়
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।