নাটোরের লালপুর উপজেলায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ই মার্চ) সকালে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে লালপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বনার্ঢ্য র্যালী বের করা হয়।র্যালী শেষে অতিথি বৃন্দরা উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার স্টল পরিদর্শন করেন।
পরে লালপুর উপজেলার নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী,লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আরিফুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক কাজী আসিয়া জয়নুল বেনু সহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
৩ দিন ব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলায় ১৫ টি স্টল স্থান পেয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।