বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে প্রেমবাগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে জনাব বীর মুক্তিযোদ্ধা আফজাল মোড়ল-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন ৮৮যশোর-৪ এর সংসদ সদস্য রনজিত কুমার রায়।

প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন অধ্যক্ষ জনাব শেখ আব্দুল ওহাব, সাবেক হুইপ, জাতীয় সংসদ, বিশেষ বক্তা জনাব মোঃ মফিজ উদ্দিন, চেয়ারম্যান ১নং প্রেমবাগ ইউনিয়ন পরিষদ এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ মিনারা পারভীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, অভয়নগর, যশোর।

আরও উপস্থিত ছিলেন মোঃ সিদ্দিক, ওসি হাইওয়ে পুলিশ ফাড়ি, অভয়নগর, যশোর, আওয়ামীলীগ নেতা জিয়াউর রহমান সরদার, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ও ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্যবৃন্দ ।

আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবলীগ নেতা আজাদ হোসাইন।