শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি:ফরিদপুরে নগরকান্দা আজ মঙ্গলবার(২৯শে মার্চ ) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আ’লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মারুফ হোসেন বকুল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর চৌধুরী (লাব)

এসময় অনন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,
জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জনাবা আইভি মাসুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাঈনুদ্দীন আহম্মেদ মানু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খান মোঃ শাহ্ সুলতান রাহাত জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুর রশিদ রিয়ান, নগরকান্দা পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার ,সহ নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তাগনের বক্তব্য উঠে আসে দীর্ঘদিন ধরে করোনা মহামারী ও দুর্যোগের কারণে মাত্র ৩৬টি কমিটি করা হয়েছে,ওয়ার্ড পর্যায়ে ইতিমধ্যে কমিটির কাজ শুরু করা হবে, বাংলাদেশ আওয়ামী লীগ নগরকান্দা উপজেলা শাখা হবে একটি সুসংগঠিত ও একটি শক্তিশালী দল, এও বলেন জনোনেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী ৩৬টি বছর অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কাজ করে গেছেন, ন্যায়ের পক্ষে থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।