মোঃ আরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার কুয়াদাঃ ঠিকানা টিভি ডটকম নামের একটি ফেসবুক পেজে ছাত্র ও কৃষকদের নিয়ে অবমাননাকর ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে ঝিকরগাছার এক যুবকের বিরুদ্ধে।
এ বিষয়ে অভিযুক্ত গঙ্গানন্দপুরের নবগ্রামের মৃত সামাদ মাস্টারের ছেলে কবির বিন সামাদকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন যশোর জর্জ কোর্টের আইনজীবী আমিনুর রহমান হিরু।
বুধবার পাঠানো নোটিশে তিনি উল্লেখ করেন, ‘মাস্টার মশাইয়ের ভো-দৌড়’ শিরোনামের ওই ভিডিওতে আপত্তিকর কিছু বাক্য ব্যবহার করা হয়েছে। যেখানে ছাত্র ও কৃষক সমাজকে মানহানি ও চরম অবমাননা করেছেন কবির বিন সামাদ।
যা ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। একজন সচেতন নাগরিক হিসেবে আইনজীবী হিরু তাকে নোটিশ পাঠিয়ে ভিডিও মুছে ফেলতে এবং পরবর্তীতে এমন ভিডিও প্রচার না করার আহ্বান জানিয়েছেন। অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে নোটিশে উল্লেখ করেন এ আইনজীবী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।