করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আগামী ডিসেম্বর থেকে শারীরিক উপস্থিতিতে আদালতগুলো খুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

একটি মামলার শুনানিকালে বুধবার (১০ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ মন্তব্য করেন তিনি। এসময় অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন সহ অন্যান্য আইনজীবীরা ভার্চুয়ালি আপিল বিভাগে যুক্ত ছিলেন।

প্রধান বিচারপতি বলেন, আগামী ডিসেম্বর থেকে ফিজিক্যাল (শারীরিক উপস্থিতিতে) কোর্ট খুলে দিব। তবে ভার্চ্যুয়াল কোর্টে কাজ হয় ডাবল।