ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাত ও অর্থপাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস. কে) সিনহার কারাদণ্ডের রায় ‘সুখকর নয়’ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
এস কে সিনহার মামলার রায় আসার পর নিজ দপ্তরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আনিসুল হক বলেন, ‘আমি খুব খুশি হতে পারছি না। তার কারণ হচ্ছে, ওনি বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ওনি প্রধান বিচারপতি ছিলেন।
আমি একজন আইনজীবী, সারা জীবন বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত। আমার জন্য এটা সুখকর হতে পারে না।’ বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয় উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা, মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধদের বিচার ও অন্যান্য সব দুর্নীতির যে বিচারগুলো হয়েছে, তাতে প্রমাণিত হয়েছে দেশে আইনের শাসন আছে।
আদালতদ ও আইন তার নিজস্ব গতিতে চলে। প্রমাণিত হয়েছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এটা অত্যন্ত প্রয়োজন ছিল।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।