দৈনিক গ্রামের কাগজের বিরুদ্ধে দায়ের করা কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহার করে নিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।
গত ২৫ ও ২৬ আগস্ট গ্রামের কাগজে ‘রিমান্ডের ভয় দেখিয়ে আসামির স্বজনের কাছে টাকা দাবি আইনজীবীর’ ও ‘এবার আসামির বোনকে সাদা কাগজে সই দিতে বাধ্য করেছেন আমজাদ’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে অ্যাডভোকেট আমজাদ হোসেন গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন ভারপ্রাপ্ত সম্পাদক আঞ্জুমানারা ও স্টাফ রিপোর্টার শিমুল ভূঁইয়ার নামে কোটি টাকার মানহানি মামলা করেন।
এতে সাংবাদিক সমাজ যেমন ক্ষুব্ধ হয় তেমনি আইনজীবীরাও উদ্বিগ্ন হন। অবশেষে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি সমঝোতা বৈঠক হয়। বৈঠকে উভয় পক্ষ সন্তোষজনক ও সৌহার্দ্যপূর্ণ মীমাংসায় আসেন এবং একে অপরের পেশাদারিত্বের প্রতি সম্মান প্রদর্শন করেন।
এ বৈঠকের পর অ্যাডভোকেট আমজাদ হোসেন তার মামলাটি প্রত্যাহারের জন্য মঙ্গলবার দুপুরে যশোর সদর আমলী আদালতে আবেদন করেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন আবেদন মঞ্জুর করেন।
সূত্র- দৈনিক গ্রামের কাগজ