রাজধানীর উত্তরখান থানার মাউসাইদ পূর্বপাড়ায় প্রায় ১৪ বছর আগে সহকারী আনসার অ্যাডজুটেন্ট মো. নাছির উল্লাহ খান হত্যা মামলায় আরব আলী হাওলাদার ওরফে ডাকাত আলী ও রহমান খান নামে দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া দণ্ডপ্রাপ্ত এই দুই আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানাসহ আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। বুধবার (২৩ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল নং-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন। ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূঞা এই তথ্য নিশ্চিত করেছেন।

এসময় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় রায়ে বাকি ১০ আসামিকে খালাস দেয়া হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর দিনগত রাত আড়াইটার দিকে উত্তরখান থানার মাউসাইদ পূর্বপাড়ার সহকারী আনসার অ্যাডজুটেন্ট মো. নাছির উল্লাহ খানের বাড়ি ঘেরাও করে দুর্ধর্ষ ডাকাতদল।

তারা বাইরে থেকে জানালা দিয়ে মো. নাছির উল্লাহ খানকে গুলি করে গুরুতর আহত করে এবং ঘরের গেটের তালা ও মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর নাছিরের চিৎকারে স্ত্রী আবেদা সুলতানা ও মেয়ে নুসরাত জাহান বৃষ্টি ঘরে আসেন।

তখন ডাকাতরা তাদেরও মারপিট করে এবং ভয়ভীতি দেখায়। ডাকাতরা আহত নাছির উল্লাহ খানকে পুনরায় ড্রয়িং রুমে গুলি করে ও ঘরের আলমারি ভেঙে নগদ ৪০ হাজার টাকা, দুটি মোবাইল সেট ও স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ ৭১ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

 

 

কলমকথা/ বিথী