মিরু হাসান বাপ্পী,বগুড়া জেলা প্রতিনিধি:বগুড়া শহরের দুই পার্কে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। সোমবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ওয়ান্ডারল্যান্ড পার্ক ও এডওয়ার্ড পার্কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদূর রহমান। এসময় মুখে মাস্ক না পরায় ও স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযানে ৪০০ টাকা জরিমানা করেন তিনি। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

গাজী মূয়ীদূর রহমান জানান, করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মানাতে বগুড়া শহরের দুই পার্কসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় সাতমাথায় তিনজন এবং ওয়ান্ডার ল্যান্ড পার্কে একজনসহ মোট ৪জনকে ৪০০ টাকা জরিমানা করা হওয়।

তিনি আরো জানান, করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পার্কের ভিতর স্কুল ও কলেজ ড্রেস পরিহিত শিক্ষার্থীদের বাড়িতে যাওয়ার নির্দেশ দেয়া হয়।