বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে অনৈতিক কাজ করার দায়ে জিল্লুর রহমান (২৫) ও শ্রীমতি বিউটি রানী দাস (২৮) নামে দুইজনকে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিনাশ্রম কারাদন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মৃত. বিকাশ চন্দ্র মহন্তের স্ত্রী শ্রীমতি বিউটি রানী দাস ও পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের সাকোপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে জিল্লুর রহমান। বুধবার (১৮) সকালে উপজেলার মুকুন্দপুর গ্রামের বৈরাগীপাড়ায় এই অভিযান চানান ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দন্ডিত আসামীদের বুধবার দুপুরে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। জানতে চাইলে, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামে অভিযান চালানো হয়। অনৈতিক কাজ করার দায়ে ১৮৬০ এর ২৯১ ধারায় জিল্লুর রহমানকে ২ মাস ও শ্রীমতি বিউটি রানী দাসকে ২৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।