তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের ব্যস্ততম চৌরাস্তা এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনের ফুটপাতে মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতার অভিযোগে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) এবং নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এ অভিযান পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, অবৈধ পার্কিংয়ের দায়ে তিনটি আটোরিকশা ও ছয়টি মোটরসাইকেলের চালককে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পৌরবাজারের ফুটপাত দখল করায় সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী চৌরাস্তা এলাকায় যত্রতত্র পার্কিং ও ব্যবসায়িদের ফুটপাত দখলের কারণে অধিকাংশ সময় তীব্র যানজটের ফলে জনসাধারণকে চরম দুর্ভোগে পড়তে হয়। তাই ১৮৬০ সালের দন্ডবিধি আইনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, সকল ধরনের যান চালক, দোকান মালিকদেরকে এরূপ প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।