মোঃ ফারুক হোসেন,চট্টগ্রাম ব্যুরোঃ
করোনা ভাইরাস (covid 19) বিস্তার রোধে মাস্ক পরিধান না করে রাস্তায় বের হওয়ায় ১০ মোটরসাইকেল চালক ও পথচারীদেরকে দুই হাজার একশত টাকা জরিমানা করেছে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি।
এ ছাড়া শতাধিক যাত্রী ও পথচারীকে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) সকালের দিকে মুক্তিযোদ্ধা চত্বর, সবজি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ফারজানা আক্তার ববি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ফারজানা আক্তার ববি, মোটরসাইকেল অটো রিকশাসহ মাটিরাঙ্গা বাজার পরিদর্শন করেন। এসময় তিনি মোটরসাইকেল চালক ও আরোহী এবং অটো রিকশা চালক ও যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করেন।
অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ফারজানা আক্তার ববি বলেন, ‘করোনাভাইরাসের প্রকোপ যেমন বাড়ছে মানুষের মাঝেও মাস্ক না পরার প্রবণতা বাড়ছে। তাই অভিযান পরিচালনা করা হয়েছে।
জনগণকে করোনাভাইরাস মোকাবিলায় আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখা এবং সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি । এ ছাড়া এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।