যশোরের মণিরামপুরের জোড়া হত্যা মামলায় পলাতক আসামি সিরাজুল ইসলামকে মৃত্যুদণ্ড ও অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে আদালত। একই সাথে এই মামলার আরো তিন আসামিকে খালাস দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) যশোরের অতিরিক্ত দায়রা জজ মোস্তফা কামাল এই রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম একই উপজেলার বাটবিলা গ্রামের মোমিন সরদারের ছেলে। বিষয়টি সংশ্লিস্ট আদালতের অতিরিক্ত পিপি বিমল কুমার রায় নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, মণিরামপুর উপজেলার বাটবিলা মৌজার ৩৯৫ নম্বর দাগের ৬ বিঘা জমি নিয়ে একই গ্রামের জমির সরদারের সাথে আসামি সিরাজুলের বিরোধ চলছিলো। তারই জের ধরে ২০১২ সালের ২৯ জানুয়ারি সিরাজুল ও তার সহযোগীরা একত্রিত হয়ে এসে ওই জমিতে বেড়া দিতে থাকে।

এসময় জমির সরদার ও তার পরিবারের সদস্যরা সিরাজুলদের বাঁধা দেয়। পরে সিরাজুল নানা ধরণের হুমকি দিয়ে চলে যায়। কিছু সময় পর গাছি দা নিয়ে সিরাজুল এসে জমির সরদার ও তার স্ত্রী রাশিদা বেগমকে ধাওয়া করে।

এসময় জমির ও তার স্ত্রী দৌড়ে পালিয়ে যায়। পরে জমিরের ১৪ বছর বয়সী মেয়ে শারমিন ও ১১ বছর বয়সী ভাইপো কবীর হোসেনকে ধাওয়া দেয় সিরাজুল। প্রথমে শারমিনকে ও পরে তার ভাইপো কবীরকে কুপিয়ে হত্যা করে।

 

কলমকথা / বিথী