নড়াইলের লোহাগড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং মল্লিকপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আকবর হোসেন লিপন এর চশমা মার্কায় ভোট না দেওয়ায় মঙ্গলহাটা গ্রামের প্রতিবেশী ৮০ বছরের এক বৃদ্ধ সহ তিনজন কে মারপিটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায়।
লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনরত আহত রিজ্জাক সিকদারের সাথে কথা হলে তিনি বলেন আমি ২৭/ ডিসেম্বর ২০২১ তারিখ সোমবার সকাল আনুমানিক ১০টার সময় আমার বাড়ির পাশে বছিরের চায়ের দোকানে চা খেতে গিয়ে ছিলাম, সেখান থেকে বাড়িতে আসার সময় মঙ্গলহাটা উত্তরপাড়া গ্রামের মৃত তবিবর সিকদারের বাড়ির সামনে আসলে পূর্ব থেকে উৎপেতে থাকা মঙ্গলহাটা গ্রামের মৃত নুর মিয়া শেখের ছেলে লিপন আমাকে ধর বলে দাবড় দেয়,তখন আমি কে কোথায় আছো আমাকে বাঁচাও বলে চিৎকার করলে লিপন আমাকে রাম দ্যা নিয়ে বাম পায়ে কোপ মারে, আমি পড়ে গেলে আমাকে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি ভাবে মারধর করে চলে যায়।
এরপর আহত রিজ্জাক সিকদার কে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে,
আহত রিজ্জাক শিকদারের স্ত্রী ঝর্না বেগম (৬৫) বলেন আমি আমার পাশের বাড়ির ভাসুরদের বাড়িতে যাওয়ার সময় ওই পথে পূর্ব থেকে উৎপেতে থাকা লিপন শেখ ৫০, ও তার ভাই শিপন শেখ ৪০ সহ আরো আনুমানিক ৫০ জনের মতো লোক লিপনের নির্দেশে আমাকে ধাওয়া করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে সকলকে বলে আমাকে ভোট না দেয়ার সাধ মিটিয়ে দে।
এসময় ঝর্না বেগমের বাম হাতে রাম দ্যা”দিয়ে কুপিয়ে ও এলোপাতাড়ি ভাবে পিটিয়ে চলে যায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। এরপর আহত ওই পরিবারের ছেলে রকিবুল সিকদার তার বাবা ও মা কে মারার ঘটনা শুনে মাঠ থেকে বাড়িতে এসে তার বাবা মা কে জরুরী ভাবে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে রকিবুল কে ও লিপন,শিপন,ও আলমগীর শেখ এর ছেলে সাজ্জাদ শেখ সহ তাদের লোকজন তাকে ও মাথায় আঘাত সহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন।
এই মারামারি ঠেকাতে গিয়ে একই গ্রামের কামরুল শিকদার ও শরিফ শিকদার এর স্ত্রী সাথী বেগম এলোপাতাড়ি ভাবে মারধরের শিকার হয়েছে বলে ও জানা যায়। বর্তমান রিজ্জাক সিকদার ও তার স্ত্রী ঝর্না বেগম লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন বলে জানা যায়। এবং তার ছেলে রকিবুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়।
এ ঘটনা নিয়ে সরজমিনে গিয়ে আকবর হোসেন লিপনের সাথে কথা বলার জন্য তার বাড়িতে গিয়ে উক্ত বিষয়টি জানার চেষ্টা করলে তিনি সাংবাদিকদের কোনো বক্তব্য দিবেন না বলে জানিয়ে দেয়। উক্ত ঘটনাটি নিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলকাটা গ্রামের মৃত্যু তবিবর রহমানের ছেলে তিতুন সিকদার বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন।
১/লিপন শেখ (৪৫) ২/শিপন শেখ (৩৮) উভয় পিং মৃত নূর মিয়া, ৩/টুকু মল্লিক( ৪৫) পিং মৃত্যু দুলাল মল্লিক,৪/লিটু শেখ (৩৬) পিং চাঁন মিয়া,৫/হাবিবার শেখ ( ৪২) পিং মৃত্যু ধলা মিয়া শেখ, ৬/সেলিম শেখ (২৫) পিং হাবিবার শেখ,৭/পলাশ মোল্লা( ৩০) পিং পান্নু মোল্লা,৮/সাজ্জাদ শেখ ( ২০) পিং আলমগীর শেখ, সর্ব স্থায়ী গ্রাম: মঙ্গল হাটা থানা: লোহাগড়া জেলা: নড়াইল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।