নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় করোনা সংক্রমন রোধে লোহাগড়া বাজার এলাকায় মোবাইল র্কোট পরচিালনা করা হয়ছে।

১২ জুন শনিবার সকালে লোহাগড়া উপজেলা নির্বাহি র্কমর্কতা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট রোসলনিা পারভিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা হয়।

 

লোহাগড়া উপজেলা নির্বাহি র্কমর্কতা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট রোসলনিা পরভীর জানান, মোবাইল র্কোট পরচিালনা কালে গণপরিবহনে সরকারি নির্দেশ অমান্য করে অধকি যাত্রী নেওয়া এবং স্বাস্থ্য বিধি না মেনে চলার অপরাধে মোট ৪ হাজার ১০০ টাকা জরমিানা আদায় করা হয়।

এদিকে পাশাপাশি পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়, ও স্বাস্থ্য বিধির বিষয়ে সচেতন করা হয়।