খুলনার তেরখাদা উপজেলার আড়কান্দি গ্রামের শিশু কন্যা তানিশা খাতুনকে (৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে সৎ মা তিথী আক্তার মুক্তাকে ফাঁসির রায় দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৫ নভেম্বর) খুলনার জেলা ও দায়রা জজ (সিনিয়র জেলা জজ) মোঃ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল।
সে ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের দক্ষিণপাড়ার মৃত হোসেন আলী শেখের কন্যা। হত্যার শিকার শিশু তানিশা তেরখাদার আড়কান্দি গ্রামের মোঃ খাজা শেখের মেয়ে। গত ৬ এপিল রাতে হত্যাকান্ডের ঘটনা ঘটে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।