লক্ষ্মীপুরে অবৈধভাবে সয়াবিন তেল মজুত রাখার অপরাধে নিউ আল-আমিন স্টের নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের গেঞ্জি হাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন। এসময় জরিমানার অর্থ অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজারে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। এর ভিত্তিতে বাজারের একটি দোকানে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে নিউ আল-আমিন স্টোর নামে একটি প্রতিষ্ঠানে মজুত করা সয়াবিন তেলের হদিস মেলে। সেসময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ অভিযান চলমান থাকবে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।