বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ পাঁচজনকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদাসহ (ডিভিশন) অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।
গত রোববার এক আবেদনের শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মাদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিএনপির পাঁচ শীর্ষ নেতাতে কারাগারে থাকা ডিভিশন দেয়ার আদেশ দেন।
ডিভিশন প্রাপ্তরা হলেন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুগ্ম সম্পাদক খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন ও বরিশালের আবুল হোসেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, গত রোববার তাদের কারাগারে ডিভিশনসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।