আবু সালেহ মুসা, আমতলী (বরগুনা) প্রতিনিধি: পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় মাদকদ্রব্যসহ একজনকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। আমতলী থানা পুলিশের মাদক উদ্ধার অভিযান চলাকালীন সময়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।
ঐ মাদক ব্যবসায়ীর নাম মোঃ জাকির হোসেন বাদল মৃধা। জানা যায়, মোঃ জাকির হোসেন বাদল মৃধা কলপাড়ার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। আমতলী থানা সূত্রে জানা গেছে, গত রবিবার বিকেলে আমতলী- পটুয়াখালী মহাসড়কের ডাক্তারবাড়ী বাস স্ট্যান্ড নামক স্থানে এক চায়ের দোকানের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে।
এমন গোপন তথ্যসূত্রের ওপর ভিত্তি করে আমতলী থানার এসআই শুভ বাড়ৈর নেতৃত্বে সেখানে অভিজান চালানো হয় এবং এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর শরীর তল্লাশী করে ২৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
আটকৃত ওই ব্যক্তিই কলাপাড়ার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক, নাম মোঃ জাকির হোসেন বাদল মৃধা। কলাপাড়া স্বেচ্ছাসেবক দলের এক নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, তিনি এর আগেও মাদকসহ আটক হয়েছিলেন। আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম হাওলাদার বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। কোন মতেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেয়া হবেনা। আটককৃত মাদক কারবারিকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।